পটিয়ার কচুয়াই ডাকাতের হানা: ১১ লাখ টাকা ও স্বর্ণ লুট, আতঙ্কে স্থানীয়রা
নিজস্ব সংবাদদাতা
২০ জুন, ২০২৫, 12:25 AM

নিজস্ব সংবাদদাতা
২০ জুন, ২০২৫, 12:25 AM

পটিয়ার কচুয়াই ডাকাতের হানা: ১১ লাখ টাকা ও স্বর্ণ লুট, আতঙ্কে স্থানীয়রা
পটিয়া | চট্টগ্রামের পটিয়া থানাধীন কচুয়াই ইউনিয়নে ফের সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাত আনুমানিক আড়াইটার দিকে কচুয়াই ইউনিয়নের "কথা কচুয়াই" এলাকায় ১০-১৫ জনের একটি ডাকাত দল দুইটি বসতবাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতরা প্রথমে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এ সময় তারা পরিবারের চারজন সদস্যকে শারীরিকভাবে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে ডাকাত দল পাঁচটি বসতঘরে তাণ্ডব চালিয়ে প্রায় ১১ লাখ টাকার নগদ অর্থ, আনুমানিক ৬ ভরি স্বর্ণালঙ্কার ও ৮টি মোবাইল ফোন লুট করে নেয়।
ভুক্তভোগীরা হলেন, রহিম (৪৮), পিতা: মৃত আবুল হোসেন, কামাল (৩৫), পিতা: কালু, আবু ফয়েজ দিদার (৩৬), পিতা: কালু মিয়া, সাদ্দাম করিম (৩৭), পিতা: ফজল করিম, সেলিম উদ্দিন (৫০), পিতা: সামছুদ্দিন,
তাঁরা সকলেই পটিয়া থানার অন্তর্গত কচুয়াই ইউনিয়নের বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় ডাকাতি ও চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তারা দ্রুত ডাকাত চক্রকে গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। ডাকাতের হানা: ১১ লাখ টাকা ও স্বর্ণ লুট, আতঙ্কে স্থানীয়রা