পটিয়ার ওসি নেজামের বিরুদ্ধে ডিআইজি ও ইসির কাছে আশিকের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা
১৩ ডিসেম্বর, ২০২৩, 8:01 PM

নিজস্ব সংবাদদাতা
১৩ ডিসেম্বর, ২০২৩, 8:01 PM

পটিয়ার ওসি নেজামের বিরুদ্ধে ডিআইজি ও ইসির কাছে আশিকের অভিযোগ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- পুলিশের ডিআইজি ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে পটিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন পটিয়া উপজেলা শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার মো. আশিক উদ্দিন। তিনি স্হানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর চাচাত ভাই।
গত (১০ ডিসেম্বর) পুলিশের ডিআইজি ও ইসির কাছে নালিশ করেন তিনি।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন যেন পক্ষপাতমূলক আচরণ করতে না পারে সেই লক্ষ্যে আরও চার থানার ন্যায় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (চলতি দায়িত্বে) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছে সংস্থাটি।
ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনের বিরুদ্ধে লিখিত অভিযোগে আশিক উদ্দিন উল্লেখ করেন, তার পৈত্রিক মৌরশী দখলীয় জায়গায় পাকা ঘর নির্মাণ করার জন্য পিলার তৈরী করতে গেলে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী প্রকৃতির লোক আমাদের নির্মানাধীন ঘরের পিলার ও গ্রেডবীম উপরাইয়া ফেলে এবং নির্মাণ কাজ বন্ধ রাখার কারণে বিবাদীগণের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করিতে গেলে পটিয়া থানার কর্তব্যরত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন আমাদের অভিযোগটি গ্রহণ না করে বিনা তদন্তে বিবাদীর করা মিথ্যা অভিযোগ গ্রহণ করে আমি, আমার ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে F.I.R. গ্রহণ করে। উক্ত অভিযোগের কোন সত্যতা যাচাই না করে আমাদের বিরুদ্ধে মামলা রুজু করেন।
বিবাদী এলাকার প্রভাবশালী ব্যক্তিবর্গের ছত্রছায়ায় থেকে ইচ্ছাকৃতভাবে আমাদের অনুমান ৪ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। বিশেষ ভাবে উল্লেখ্য যে, বর্তমান কর্তব্যরত পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন ও পটিয়ার স্থানীয় এম.পি সামশুল হক চৌধুরীর দুঃসম্পর্কিত আত্মিয় হওয়ার সুবাদে বিবাদীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ভুক্তভোগী আশিকের এত ক্ষয় ক্ষতি হওয়ার পরেও আমাদের কথা চিন্তা না করে বরং আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভিতি দেখাচ্ছে, বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভূগতেছে।
ভুক্তভোগী মো.আশিক বলেন, আমি গত ১০ ডিসেম্বর পুলিশের ডিআইজি ও প্রধান নির্বাচন কমিশন বরাবরে লিখিত অভিযোগ করেছি পটিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার রাতে জানতে পারলাম নির্বাচন কমিশন ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে নেয়ার আদেশ জারি করা হয়েছে। এতে আমি ও আমার পরিবার খুব খুশি। হুইপ সামশুল হক চৌধুরী এমপি ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে পটিয়া থানায় বদলি করে এনে পটিয়ায় ত্রাস সৃষ্টি করার অপচেষ্টা করেছিলেন। আমি মনে করি আমার মতো আরো হাজারো ভুক্তভোগী ন্যায় বিচার পাবে।