ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ার ইতিহাস ও ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে- ড. অনুপম সেন

#

নিজস্ব সংবাদদাতা

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  3:40 PM

news image

মোরশেদ আলম:-  একুশে পদক প্রাপ্ত, প্রিমিয়ার বিশ্বিবদ্যালয়ের উপাচার্য সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, ইতিহাস ঐতিহ্য চারণ ভূমি পটিয়া। পটিয়ার প্রয়াত কৃতি পুরুষ মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ ও কবি শশাংক মোহন সেন এবং বিট্রিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতাসহ অসংখ্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবি, মহা মনষীদের জন্ম ভূমি এই পটিয়া।

সাহিত্য বিশারদের উত্তর পুরুষ নানাক্ষেত্রে দেশ ও জাতির কন্যাণে অবদান রেখে চলেছে। তিনি আরো বলেন, পটিয়া পৌরসভা মেয়র ও কর্তৃপক্ষের উদ্যোগে পটিয়ার প্রয়াত ও জীবিত মহান গুনী ও কৃতি সন্তানদের সন্মাননা আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে এ ধরনে মহতি উদ্যোগ অব্যাহত রাখা গেলে নতুন প্রজন্ম পটিয়ার ইতিহাস ঐতিহ্য সর্ম্পকে জানবে এবং গুনীজনদের অনুসরণ করে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে।

তিনি গত রবিবার সন্ধায় (১৯ ফেব্রæয়ারী) পটিয়া পৌরসভার উদ্যোগ অমর একুশ উপলক্ষে পটিয়ার গর্বিত সন্তানদের গুনীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।


পটিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুলের সভাপতিত্বে সন্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ, বান্দরবান বিশ্ববিদ্যালয় ডীন ও অধ্যাপক ডা. কাজী আহমদ নবী, ঢাবি’র ড. নিহার করিম, একুশে পদকপ্রাপ্ত আহমেদ ইকবাল হায়দার, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত মিলন কান্তি দে, কবি মিনার মনসুর, সাবেক প্রধান বিচারপতি’র পুত্র ব্যারিষ্টার আহমদ নকীব করিম, একাডেমি পুরষ্কারপ্রাপ্ত ও ইতিহাস খসড়া সম্পাদক মুহাম্মদ শামসুল হক, চারুকারু কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল আলিম, মাওলানা ফজল করিম, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, নুর নাহার জালাল, মোস্তাক আহমদ, কাউন্সিলর শফিউল আলম, গোফরান রানা, ছরওয়ার কামাল রাজীব, জসিম উদ্দিন, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াসমিন আকতার চৌধুরী, পৌর সচিব নেজামুল হক প্রমুখ।

পরে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুনীজনের মধ্যে ৫ জন মরনোত্তর ও ১০ জন বিশিষ্ট গুনীজনকে সন্মাননা প্রদান করেন অতিথিবৃন্দরা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী