পটিয়াতে দেবব্রত দাশ ও ফারহানা আফরীন জয়ী
নিজস্ব সংবাদদাতা
১৭ অক্টোবর, ২০২২, 6:34 PM

নিজস্ব সংবাদদাতা
১৭ অক্টোবর, ২০২২, 6:34 PM

পটিয়াতে দেবব্রত দাশ ও ফারহানা আফরীন জয়ী
পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে পটিয়ায় দেবব্রত দাশ দেবু তালা প্রতীকে ১২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ শাহাদাত হোসেন ফরিদ অটো রিক্সা প্রতিকে পেয়েছেন ১০৭ ভোট। সংরক্ষিত মহিলা আসন-৪ (পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ) ২৯১ ভোট পেয়ে দোয়াত কলম প্রতীকের ফারহানা আফরীন জিনিয়া বিজয়ী হন। তিনি যথাক্রমে পটিয়ায় ১৭৫, চন্দনাইশে ৮৫, আনোয়ারায় ৩১ মোট পেয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী সাজেদা বেগম (হরিণ) প্রতিকে পটিয়ায় পেয়েছেন ২২ ভোট এবং দিলুয়ারা বেগম পেয়েছেন পটিয়ায় ৩৮ ভোট। সোমবার সকাল থেকে শুরু হয়ে ভোট গননা দুপুর দুইটা পর্যন্ত চলে। ভোট গননা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা। অন্যদিকে বিপুল ভোটে এটিএম পেয়ারুল (আনারস) প্রতিকে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।