সংবাদ শিরোনাম
পটিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পথ নাটক
নিজস্ব সংবাদদাতা
১৬ মে, ২০২২, 9:56 PM

নিজস্ব সংবাদদাতা
১৬ মে, ২০২২, 9:56 PM

পটিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পথ নাটক
পটিয়া প্রতিনিধি।-পটিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উজ্জীবন’ কর্তৃক বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পটিয়ায় শহীদ মিনারস্থ এ পথ নাটকের উদ্বোধন করেন পৌর মেয়র আইয়ুব বাবুল। বিশেষ অতিথি ছিলেন, এ এফ এম ইকবাল, আউট রিচ মেনেজার, জন হপকিন্স, কনসালটেন্ট সোনিয়া রহমান, জন হপকিন্স, উজ্জীবন প্রকল্প এর কনসালটেন্ট মীর শাহিন শাহ, নাট্য সংগঠক আহাম্মদ কবীর।
সম্পর্কিত