ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

পটিয়ায় পিকআপ-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৩

#

নিজস্ব সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০২২,  4:54 PM

news image
পটিয়ায় পিকআপ-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ৩

পটিয়া চট্টগ্রামঃ- চট্টগ্রামের পটিয়া পৌরসদরে বালুবোঝাই পিকআপ ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে রাজু চৌধুরী ধনা (৩০) নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। 

শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শ্রীমাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রাজু উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের মধ্যম হাঈদগাঁও গ্রামের দ্বিজমনি চৌধুরীর ছেলে। নিহত রাজু চৌধুরী ধনার উপজেলার কমলমুন্সির হাট এলাকায় একটি মোটরসাইকের গ্যারেজে শ্রমিক হিসেবে ছিলেন।

আহতরা হলেন- আবু আহমদ (৬০), সালমা জাহান (১৬) ও সানজানা আকতার (১৭)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমাই বিজ এলাকায় পৌঁছলে সিএনজিকে ওভারটেক করতে গিয়ে বালুবাহী পিকআপের সামনে পড়ে যায় অটোরিক্সাটি। এ সময় অটোরিক্সাটি ধুমড়েমুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনার পর খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু চৌধুরী ধনা মারা যায়। 

আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে আবু আহমদ নামের এক যাত্রীকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাইমা উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং পিকআপ ও অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল