ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

পটিয়ায় জমিদার সমিতির আহ্বায়ক কমিটি গঠন

#

নিজস্ব সংবাদদাতা

০৪ নভেম্বর, ২০২২,  11:07 AM

news image

চট্টগ্রামের পটিয়া পৌরসভা জমিদার সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধায় পটিয়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৩ মাসের জন্য এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাব রোডস্থ রহমান মার্কেট এর মালিক একে এম শামসুল আলম। আদালত রোডস্থ অনন্তময়ী নিকেতন ভবন মালিক এডভোকেট অনুপম নাথ এর সঞ্চলনায় এতে প্রধান আলোচক ছিলেন পটিয়া থানার মোড়স্থ ছমদিয়া মার্কেট এর মালিক আবুল কাসেম, স্বাগত বক্তব্য রাখেন ষ্টেশন রোডস্থ গুলজার সুপার মার্কেট এর মালিক নঈমুল ইসলাম।

এতে আরো বক্তব্য রাখেন আদালত রোডস্থ পটিয়া সুপার মার্কেট এর মালিক মোঃ দিদারুল আলম, ছবুর রোডস্থ রহমান মার্কেট মালিক এটি এম আবু তালেব সংকেত), ছবুর মার্কেটের মালিক আবুল কালাম বাবুল, জাগির টাওয়ার এর মালিক জাগির হোসেন, ষ্টেশন রোভস্থ কাসেম টাওয়ার এর মালিক আমির হোসেন, নুরুল করিম,  শাহ আলম রাশেদ, ছবুর মার্কেটের মালিক আবদুর রহিম মিঠু, কলেজ রোডস্থ এসএম প্লাজার মালিক  নাছির উদ্দিন প্রমুখ। 

সভায় উপস্থিত সকলের সসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক নির্বাচিত হন পটিয়া পোষ্ট অফিস মোড়স্থ ইসলাম টাওয়ার এর মালিক মোঃ নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক যথাক্রমে ষ্টেশন রোডস্থ গুলজার সুপার মার্কেট এর মালিক মোঃ কামরুল ইসলাম ও মুন্সেফ বাজার বায়তুল মমতাজ ভবন মালিক মোঃ জুলহাসুর রহমান লিংকন, ষ্টেশন রোডস্থ জমজম টাওয়ার এর মালিক মোঃ শফিউল আলম দুলাল, সদস্য  নির্বাচন হন - ছবুর মার্কেটের এডভোকেট লুৎফুর রহমান, ছবুর রোডস্থ আফনান ভিলার মোঃ হাসান, ষ্টেশন রোডস্থ নিউ মার্কেটের মোঃ লোকমান, ওয়াবদা রোডস্থ মোঃ ইসহাক, ষ্টেশন রোডস্থ দেলাল মিয়া মার্কেটের মোঃ মিজান, ছবুর রোডস্থ মার্কেট মালিক মোঃ ছায়েদ আলী, আবু মুছাসহ পৌরসভার বিভিন্ন মার্কেটের জমিদারগণ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, আগামীতে পটিয়া পৌরসভার আওতাধীন সকল জমিদারগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ যেকোনো সমস্যা মোকাবেলায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করা হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী