পটিয়ায় অনুমোদনহীন পানির কারখানাকে জরিমানা
নিজস্ব সংবাদদাতা
২৬ জানুয়ারি, ২০২৫, 10:15 PM

নিজস্ব সংবাদদাতা
২৬ জানুয়ারি, ২০২৫, 10:15 PM

পটিয়ায় অনুমোদনহীন পানির কারখানাকে জরিমানা
মোরশেদ আলম:- চট্টগ্রামের পটিয়ায় অলওয়েজ বেভারেজ এন্ড এগ্রো ফুডস নামের একটি পানি প্রক্রিয়াকরণ কারখানাকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।
পটিয়া সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর অনুমোদন ছাড়া অবৈধভাবে পানির ব্যবসা পরিচালনা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম জেলা এনএসআই জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।