নেশাগ্রস্ত অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার
০৬ এপ্রিল, ২০২২, 11:26 AM

NL24 News
০৬ এপ্রিল, ২০২২, 11:26 AM

নেশাগ্রস্ত অবস্থায় নদীতে পড়ে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি : বুধবার সকালে মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম লঞ্চ ঘাটে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে মোক্তারপুর নৌ-পুলিশ ।
ঝাক্কি নামের মাদকের ছোবলে পড়ে ৩ দিন নিখোঁজ থাকার পরে ধলেশ্বরী নদীতে মিললো রিয়াম (১৭) ও আলমগীর হোসেন (১৮) নামের দুই যুবকের মরদেহ।
স্থানীয়রা জানান, গত ৩ দিন আগে ৫ যুবক ঝাক্কি নামের মাদকে নেশাগ্রস্ত অবস্থায় মিরকাদিম লঞ্চ ঘাট এলাকায় উত্তেজনা করলে ৪ জন ধলেশ্বরী নদীতে পড়ে যায়। পরে বাল্কহেড শ্রমিকরা দুই যুবককে উদ্ধার করলেও নিখোঁজ থাকেন রিয়াম ও আলমগীর।
নিহতের স্বজনরা জানান, গত ৩ দিন আগে তাদের বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ঝাক্কি নামের মাদক সেবন করে মিরকাদিম লঞ্চ ঘাটে উল্লাস করার সময় ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হয় রিয়াম (১৭) ও আলমগীর হোসেন (১৮)। পরে নদীর বিভিন্ন পয়েন্টের খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়রি করেন তারা। পরে আজ ৩ দিন পরে তাদের দু'জনের মরদেহ উদ্ধার হয়।
নিহত রিয়াম মিরকাদিম পৌরসভার মস্তান বাজার এলাকার সেকান্দর মিয়ার ভাড়াটিয়া আবুল কালামের ছেলে। তার গ্রামের বাড়ি ভোলায় বলে জানাগেছে। এছাড়াও নিহত আলমীগর পঞ্চসার ইউনিয়নের গোসাইভাগ এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মোক্তারপুর নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, গত ৩ দিন আগে মাদক সেবন করে নিখোঁজ হয় দুই যুবক। পরে আজ সকালে মিরকাদিম লঞ্চ ঘাট ও নয়াগাওয়ের ধলেশ্বরী নদী থেকে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতলে পাঠানো হয়েছে।