ঢাকা ১৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

নেত্রকোনায় মারামারির ঘটনায় একজন নিহত

#

৩০ মার্চ, ২০২২,  10:36 AM

news image

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার (২৯ মার্চ) রাতে নেত্রকোনা পৌর শহরের বড় বাজার সালিথি রেষ্টেুরেন্টে কর্মচারীদের মধ্যে মারামারির পর ইসমাইল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত ইসমাইল জেলা সদরের রৌহা ইউনিয়নের ছোটগাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে আল মামুন (১৪) নামে অপর কিশোর কর্মচারীকে আটক করেছে। আটক মামুন সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের পঞ্চাননপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তবে কি কারণে এই মারামারির ঘটনা তা কেউ নিশ্চিত করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার রৌহা ইউনিয়নের ছোটগাড়া এলাকার আব্দুল বারেকের স্ত্রী কনা বেগম ও ছেলে ইসমাইল পৌর শহরের বড় বাজারের ওই রেষ্টুরেন্টে কর্মচারীর কাজ করতো। মঙ্গলবার সন্ধ্যায় ইসমাইলের মা চলে গেলেও সে রেষ্টুরেন্টেই ছি। পরবর্তীতে কোন একটি ঘটনা নিয়ে রাতে ইসমাইল আরেক কর্মচারী আল মামুনের সাথে মারামারিতে লিপ্ত হয়। কিন্তু কি কারণে এমন মারামারির ঘটনা তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

তাদের মারামারির এক পর্যায়ে ইসমাইল গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুর হাল রিপোর্ট প্রস্তুত করে।  এদিকে ঘটনার সাথে জড়িত সন্দেহে অপর কিশোর কর্মচারী আল মামুনকে আটক করে মডেল থানার পুলিশ। 

মডেল থানার উপ পরিদর্শক  (সেকেন্ড অফিসার) মো. আশরাফুল ইসলাম আসাদ জানান, আমরা খবর পেয়েই এসেছি। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী