নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
২০ ফেব্রুয়ারি, ২০২২, 10:27 AM

NL24 News
২০ ফেব্রুয়ারি, ২০২২, 10:27 AM

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
নিজস্ব প্রতিনিধি : শনিবার রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনা শহরের মইনপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা কেউ বলতে পারছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। আগুনের ঘটনায় চারটি দোকানের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী জানায়, মাইন উদ্দিনের ৪টি ভাড়াকৃত দোকানে একটি ফার্মেসি, দুটি বড় মুদির দোকান ও একটি চায়ের স্টল ছিল। শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন দোকান মালিকরা। পথে সজল ভৌমিকের দোকানের উপর থেকে আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসীসহ দোকান মালিকরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে, নেত্রকোনা বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।