নিশ্চয়ই ম্যারাডোনা হাসছে এখন: পেলে
১৯ ডিসেম্বর, ২০২২, 3:39 PM

NL24 News
১৯ ডিসেম্বর, ২০২২, 3:39 PM

নিশ্চয়ই ম্যারাডোনা হাসছে এখন: পেলে
তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি জানিয়ে দিলেন, যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে অভিনন্দন জানিয়ে কালো মানিক পেলে লেখেন, ‘সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে। ’ আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে পেলে লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা, দিয়েগো (ম্যারাডোনা) নিশ্চয় এখন হাসছে। ’
মেসির পাশাপাশি পেলের প্রশংসার ভাগীদার হয়েছেন ফরাসি তারকা এমবাপ্পেও। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস গড়া এমবাপ্পেকে উদ্দেশ্য করে পেলে লিখেছেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ (টাইব্রেকার শটসহ) গোল করেছ। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ। ’
বিশ্বকাপ জয়ের পাশাপাশি মেসি গোল্ডেন বলও জিতেছেন। কাতার বিশ্বকাপে মেসি ৭ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছেন।