নিজ শিশু সন্তানকে আছাড় দিয়ে হত্যা
০৩ মার্চ, ২০২২, 6:58 PM

NL24 News
০৩ মার্চ, ২০২২, 6:58 PM

নিজ শিশু সন্তানকে আছাড় দিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কেদার ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামে গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে স্বপন মিয়ার স্ত্রী জুঁই খাতুনের বিরুদ্ধে নিজ শিশু সন্তানকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
পরে এই ঘটনায় শিশুটির মা জুঁই খাতুনকে আটক করেছে পুলিশ। জুঁই খাতুন একই উপজেলার বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া ইসলামাবাদ গ্রামের আব্দুল লতিফ মাস্টারের মেয়ে।
নিহত উষা খাতুনের বাবা স্বপন মিয়া জানান, আমাদের দুই বছরের বিবাহিত জীবন। বিয়ের পর থেকে জানতে পারি আমার স্ত্রী জুঁই খাতুন একজন মানসিক ভারসাম্যহীন রোগী। বুধবার রাতে তার বাবার বাড়িতে দরজা বন্ধ করে নিজ সন্তানকে মাটিতে আছাড় দিলে বাড়ির লোকজন চিৎকার শুনে দরজা খোলার আগেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় জুঁই খাতুনকে পুলিশ আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শিশুটির মা জুঁই খাতুনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটির মা মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসীর কাছে জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা দায়ের করা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।