ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

নিজ বুদ্ধিমত্তায় রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী

#

নিজস্ব সংবাদদাতা

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  6:14 PM

news image
অপহরণকারী চক্রের হাত থেকে রক্ষা পেয়েছে

নিজস্ব প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিজ বুদ্ধিমত্তায় অপহরণকারী চক্রের হাত থেকে রক্ষা পেয়েছে ।

রোববার সকালে বাড়ির অদূরে খালুর বাড়িতে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় ওই ছাত্রী। পথিমধ্যে গোয়ালন্দ রেলগেট এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

মঙ্গলবার সকালে আলাপকালে ওই ছাত্রী জানায়, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় আব্দুল মান্নানের বহুতল ভবনের সামনে নীল রঙের একটি মাইক্রোবাস তার পথরোধ করে। মাইক্রোবাসে বোরকাপরা এক যুবতী ও তিন তরুণ ছিল। ওই নারী আমার নাম জিজ্ঞাসা করেই আচমকা টান দিয়ে গাড়িতে তুলে দৌলতদিয়া ফেরিঘাটের দিকে রওনা করে। এরপর সে অচেতন হয়ে পড়ে।

সে জানায়, দুপুর ১২টার দিকে ঢাকার নবীনগর এলাকায় মাইক্রোবাসটি থামা অবস্থায় তার জ্ঞান ফেরে। এ সময় সে দেখতে পায় ওই নারী তার ডান হাত ধরে আছেন। বাম পাশের তরুণ নেই, গাড়ির দরজা খোলা। এ সুযোগে সে মহিলাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নেমে দৌড় দিয়ে স্থানীয় এক চায়ের দোকানে আশ্রয় নেয়। চক্রের সদস্যরা কিছুদূর পর্যন্ত তার পিছু নিয়ে কেটে পড়ে। পরে স্থানীয় এক ব্যক্তি আমার বাবা-মাকে ফোনে বিষয়টি জানান। বাবা-মা দ্রুত সেখানে পৌঁছে রাতে আমাকে বাড়ি নিয়ে আসেন।

ওই ছাত্রীর বাবা বলেন, খবর পেয়ে দ্রুত নবীনগর পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছে আমার মেয়েকে পাই। আমার একমাত্র মেয়ে অল্পের জন্য রক্ষা পায়। কিন্তু দিনের বেলায় এভাবে ব্যস্ত মহাসড়ক থেকে তাকে তুলে নেওয়ায় ঘটনায় আমরা মেয়ের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় আছি।

ওই ছাত্রীর মা জানান, বেলা সাড়ে ১০টা পর্যন্ত তার মেয়ে বাড়ি ফিরে না আসায় সবাই বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকি। পরে পথিমধ্যে ওর স্কুল ব্যাগ পড়ে থাকার বিষয়টি জানতে পেরে ধারণা করি তাকে অপহরণ করা হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে স্কুলছাত্রীর পরিবার থেকে এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী