নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার
২৬ মার্চ, ২০২২, 6:36 PM

NL24 News
২৬ মার্চ, ২০২২, 6:36 PM

নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি : শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর-চোরকোল সড়কের পাশে বালুর মাঠ থেকে সোনিয়া খাতুন (৩৫) এর লাশ উদ্ধার করা হয়।
নিহত সোনিয়া খাতুন মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী এলাকার রবিউল ইসলামের মেয়ে ও শ্রীরামপুর গ্রামের গোলাম রসুলের স্ত্রী।
তবে তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে মামা বাড়িতে থাকতেন।
সোনিয়ার মামা টিপু সুলতান জানান, সোনিয়া মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন হওয়ায় স্বামীর বাড়ি থেকে চলে আসে। আমার বাড়িতেই থাকত। শুক্রবার দুপুরের পর থেকে সোনিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে খবর পাওয়া যায় ঝিনাইদহে তার লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে না গিয়ে তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলা যাচ্ছে না।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানিয়েছেন, শনিবার সকাল ৬টার দিকে উপজেলা সদরের বাজারগোপালপুর-চোরকোল সড়কের বালুর মাঠে ওই গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মুখ ও মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সিআইডি তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করেছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তিনি মৃগী রোগী ছিলেন। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।