নাফ নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
২৩ মার্চ, ২০২২, 3:03 PM

NL24 News
২৩ মার্চ, ২০২২, 3:03 PM

নাফ নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী থেকে বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, নাফ নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলমের নেতৃত্বে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে।
ওসি আরও বলেন, লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।