নিজস্ব সংবাদদাতা
১৬ জানুয়ারি, ২০২২, 7:22 PM
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো বাঁশখালী পৌরসভা নির্বাচন
জসীম উদ্দিন, বাঁশখালী প্রতিনিধিঃ- চট্টগ্রাম বাঁশখালী পৌরসভা নির্বাচন আজ ১৬ জানুয়ারি ২০২২ রবিবার সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় যথা নিয়মে ভোট সম্পন্ন হয়। প্রথম শ্রেণির বাঁশখালী পৌরসভা নির্বাচনের ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়।
পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন। মোট ভোটার ২৬ হাজার ৯৮০জন। পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ জন এবং মহিলা ভোটার ১২ হাজার ৮৮৬ জন। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রেই ইভিএম এ ভোট গ্রহণ করা হবে। নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এসএম তোফাইল বিন হোসাইন। স্বতন্ত্র পদে মোবাইল প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি সমর্থিত ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও প্রশাসক, কামরুল ইসলাম হোসাইনি।
ভোট শুরু হওয়ার তিন ঘন্টার মাথায় স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী নানা অভিযোগ তুলে ভোট বর্জন করেন।
বেসরকারিভাবে বাঁশখালী পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ফলাফলের তালিকা।
নির্বাচিত হয়েছে এ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন (নৌকা) মেয়র পদে।
১নং ওয়ার্ড : আনসুর আলী (উটপাখি)
২নং ওয়ার্ড : কাঞ্চন কুমার বড়ুয়া (পাঞ্জাবি)
৩নং ওয়ার্ড : জামশেদ আলম(ব্রিজ)
৪নং ওয়ার্ড : আরিফ মঈনুদ্দিন (পাঞ্জাবি)
৫নং ওয়ার্ড : মোহাম্মদ ইসহাক(উটপাখি)
৬নং ওয়ার্ড : আকতার হোসেন (ব্রিজ)
৭নং ওয়ার্ড : আবদুল গফুর(ব্রিজ)
৮নং ওয়ার্ড : প্রনব দাশ (ব্ল্যাকবোর্ড)
৯নং ওয়ার্ড : বদিউল আলম(টেবিল ল্যাম্প)।
১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রুজিনা আক্তার(জবা ফুল)।
৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রোজিনা সুলতানা (আনারস)।
৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে, সাদেকা নূর খানম বিউটি ( আনারস)।