ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

নানা অনিয়মের অভিযোগে পটিয়া স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি

#

নিজস্ব সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২২,  5:45 PM

news image

পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথের বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ সাখাওয়াত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এ তদন্ত কমিটির ব্যাপারে জানানো হয়। তদন্ত কমিটির সভাপতি হলেন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ সুমন বড়ুয়া, সদস্য ডেপুটি সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ চৌধুরী এবং সদস্য সচিব করা হয়েছে মেডিকেল অফিসার (ডি.সি) ডাঃ মোঃ নুরুল হায়দার।
প্রজ্ঞাপণে বলা হয়েছে, পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথের বিরুদ্ধে “দাপ্তরিক পত্র যোগাযোগ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অবমাননা”, “নানাবিধ অনিয়ম”,  এবং “সেচ্ছাচারিতার” অভিযোগ জানিয়ে পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল কতৃক আলাদা তিনটি অভিযোগ পত্রের ভিত্তিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ৭দিনের মধ্যে অভিযোগের বিষয়ে মতামত প্রদান সহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ সাখাওয়াত উল্লাহ বলেন, স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য কর্মকর্তার নানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ সাখাওয়াত উল্লাহ’কে স্মারকলিপি প্রদান করেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী