নাটোরে ফেন্সিডিলসহ যুবক আটক
১৩ এপ্রিল, ২০২২, 4:49 PM

NL24 News
১৩ এপ্রিল, ২০২২, 4:49 PM

নাটোরে ফেন্সিডিলসহ যুবক আটক
নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার রাত দশটার দিকে নাটোরের বনপাড়াবাইপাস এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত জয় রাজশাহীর চারঘাট উপজেলার বাখরা গ্রামের ফজলু হকের ছেলে।
নাটোরের বড়াইগ্রামে দুধের কন্টেইনারে অভিনব কায়দায় রাখা ১৩৬ বোতল ফেন্সিডিলসহ জয় হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, তথ্যের ভিত্তিতে বনপাড়া বাইপাসএলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় দুধের কন্টেইনারসহ সিরাজগঞ্জগামী বাসের জন্য অপেক্ষায় থাকা জয় হোসেনকে আটক করা হয়।
পরে কন্টেইনারে রাখা ১৩৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জয় স্বীকার করেছে, নাটোরের লালপুর থেকে সে অটোভ্যান যোগে দুধের কন্টেইনারে ফেন্সিডিল বনপাড়া বাইপাসে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই এই অভিনব কায়দা বেছে নিয়েছিল সে। কিন্তু শেষ রক্ষা হয়নি। আটককৃত জয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।