নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর
২০ মার্চ, ২০২২, 9:21 PM

NL24 News
২০ মার্চ, ২০২২, 9:21 PM

নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিনিধি : রবিবার দুপুরে দিনাজপুর সদরের পূর্নভবা নদীতে গোসল করতে নেমে ফাহিম ইবনে রায়হান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
দিনাজপুর জেলা শহরের গোবরা পাড়া এলকার রায়হান বাবুর ছেলে মৃত শিশু ফাহিম ইবনে রায়হান(১১)।
আরিফুল ইসলাম ডলার ও নভেলসহ স্থানীয়রা জানান, রবিবার সকালে ফাহিম ইবনে রায়হান খেলতে যাওয়ার উদ্যোশে বাড়ি থেকে বের হয় এবং এক সময় নদীতে গোসলে নামে। পরে দুপুর গড়িয়ে গেলেও ফাহিম বাড়িতে না ফেরায় সকলে খোঁজাখুজি করার এক পর্যায়ে পূনর্ভবা নদীর কিনারে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পায়। পরে ফাহিম ইবনে রায়হানকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন এ ঘটনা নিশ্চিত করেন।