সংবাদ শিরোনাম
NL24 News
০৩ এপ্রিল, ২০২৪, 11:06 PM
ধরা’র নাগরিক অবস্থান "গাছ বাঁচাও প্রকৃতি বাঁচাও " এবং বনকর্মকর্তা সজলের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কর্মসূচী
পরিবেশ সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা ধরা’র নাগরিক অবস্থান "গাছ বাঁচাও প্রকৃতি বাঁচাও " ও কক্সবাজারের উখিয়ায় দায়িত্ব পালনরত বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান সজলের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কর্মসূচী আগামী শুক্রবার (৫ এপ্রিল) বেলা ৩টায় থেকে ৪টা পর্যন্ত টাইগার পাস মোড় ও সিআরবি সংযোগস্থলে অনুষ্টিত হবে । কর্মসূচীকে সফল করার জন্য পরিবেশপ্রেমি সব বন্ধুদের প্রতি উদাত্ত আহবান জানালেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব শারুদ নিজাম। পাশাপাশি ধরা ' চট্টগ্রামের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কর্মসূচিতে ঠিক সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ ও আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
সম্পর্কিত