দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ
০২ মার্চ, ২০২২, 7:12 PM

NL24 News
০২ মার্চ, ২০২২, 7:12 PM

দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি : বুধবার দুপুরে কুড়িগ্রামের রৌমারীতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমরেড মহীউদ্দীন আহমেদ, আব্দুর রাজ্জাক ও ময়েন উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চাল, ডাল, তেল, বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্য প্রয়াজনীয় জিনিসপত্রের দাম অবিলম্বে সরকারকে কমাতে হবে। কর্মহীন মানুষদের কাজ দিতে হবে। কৃষি ফসলের ন্যায্য দাম দিতে হবে। সার, বীজ ও কীটনাশকের দাম কমাতে হবে। এছাড়াও ষাটোর্ধ্ব বয়সের সকল নাগরিকদের ১০ হাজার টাকা ভাতা নিশ্চিত করতে হবে।