দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন সেপ্টেম্বর
০৭ মে, ২০২৩, 7:13 PM

NL24 News
০৭ মে, ২০২৩, 7:13 PM

দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন সেপ্টেম্বর
কক্সবাজার অফিস :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দোহাজারী-কক্সবাজার রেললাইনের উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর।
এতে করে সারা দেশের মানুষের ট্রেনে করে পর্যটন শহর কক্সবাজারে আসার স্বপ্ন পূরণ হবে। ৬ মে শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় দোহাজারী-কক্সবাজার রেললাইন চালুর বিষয়ে এই তথ্য জানান রেল সচিব।
কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর সংস্কারকাজ বাস্তবায়ন ও ফেরি চালুর বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি রেলসচিব মো.হুমায়ুন কবীর আরও বলেন, সরকার রেলপথ উন্নয়নে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ করছে। এটি নির্মিত হলে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পর্যটন শহরে প্রবেশ করবে পর্যটকেরা।