ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

দেড় মাস পর দেশে এলো প্রবাসীর লাশ

#

২১ ফেব্রুয়ারি, ২০২২,  1:33 PM

news image
দেড় মাস পর দেশে এলো প্রবাসীর লাশ

নিজস্ব প্রতিনিধি :  রুহিত হাসান বাবু বাড়ি কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার  হাজী পাড়া গ্রামের মোঃ দুলাল মিয়ার একমাত্র ছেলে। পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে রুহিত হাসান বাবু প্রায় সাত বছর আগে দক্ষিণ কোরিয়াতে যান। সেখানে সে চাকরি শুরু করেন। 

চলতি বছরের ১ জানুয়ারি গ্রামের বাড়িতে খবর আসে রুহিত হাসান বাবু মারা গেছে। দীর্ঘ এক মাস ১৯ দিন পর গত শনিবার রাতে হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে তার লাশ নিয়ে আসা হয়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার দুপুরে হারাগাছ মায়া বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে রুহিত হাছান বাবু মরদেহ দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোটা অংকের ঋণ করে রুহিত হাছান বাবু প্রায় ৭ বছর আগে দক্ষিণ কুরিয়ায় সংসারে স্বচ্ছলতা আনতে পারি জমায়। প্রথম দিকে ভিসা জটিলতা সমস্যায় পরে। কিছু দিন পরে টাকা পাঠিয়ে ঋণ মুক্ত হয়। যখন সুখের মুখ দেখতে শুরু করে গোটা পরিবার তেমনি সময়ে চলে আসলো দুঃসংবাদ।

দক্ষিণ কুরিয়ার ইপিএস বাংলা কমিউনিটি ইন কুরিয়া থেকে জানানো হয় অসুস্থ রুহিতকে কুরিয়ার সুয়ন শহরের আজউ ইউনাইটেড  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ১ জানুয়ারি আসে মৃত্যুর খবর। রুহিত হাসানের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পরে পরিবারের লোকজন। 

বিদেশ থেকে রুহিতের লাশ আনতে সৃষ্টি হয় জটিলতা। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে রুহিতের লাশ দেশে আনার জন্য আবেদন করা হয়। 

সরকার কুরিয়ায় নিয়োজিত রাষ্ট্রদূতের মাধ্যমে ১ মাস ১৯ দিন পর দেশে  নিয়ে আসে রুহিতের লাশ। এদিকে রুহিতের লাশ বাড়িতে আসার পর পরিবারের লোকজন সহ গ্রামের লোকজন কান্নায় ভেঙে পড়েন। ছেলেটির অকাল মৃত্যুতে তার পরিবারসহ গ্রামবাসী শোকাহত।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী