দুই হাজার ৩১০পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
২২ ফেব্রুয়ারি, ২০২২, 12:17 AM

NL24 News
২২ ফেব্রুয়ারি, ২০২২, 12:17 AM

দুই হাজার ৩১০পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
আনোয়ারা প্রতিনিধি:- চট্টগ্রামের আনোয়ারায় চেকপোস্ট স্থাপন করে একটি বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৩১০পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাব- ৭। যার আনুমানিক মূল্য প্রায় সাত লক্ষ টাকা।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাঁশখালী-চট্টগ্রাম সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের ইয়াবাসহ তাঁদের আটক করা হয়েছে ।
আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পের এহসান উল্লাহ (২৫) ও হালিমা বেগম (১৯)।
সোমবার বিষয়টি নিশ্চিত করছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
তিনি জানান, কক্সবাজারের মহেশখালী থেকে মাদকের একটি চালান আসছে; এমন সংবাদে বাঁশখালী-চট্টগ্রাম সড়কের আনোয়ারা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি বাসের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৭ লাখ টাকা মূল্যের এসব ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়। এরা দুইজন দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী সেজে ইয়াবা পাচার করে আসছিল। তাদেরকে সোমবার দুপুরে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।