নিজস্ব সংবাদদাতা
০৩ ফেব্রুয়ারি, ২০২২, 5:05 PM
দুই রাউন্ড গুলিসহ রোহিঙ্গা যুবক আটক
নিজস্ব প্রতিনিধি : কক্সবাজার টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএনের একটি সঙ্গীয় ফোর্স রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলিসহ ওই রোহিঙ্গা যুবককে আটক করেন, যা নিয়ে ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কাজ চালাত।
আটক যুবক ওই ক্যাম্পের বি-ব্লকের আহমেদ মোস্তফা ছেলে মো. জুবায়ের (২৫)। বুধবার রাতে উপজেলার হ্নীলা ইউপির নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি জানান, আটক রোহিঙ্গা যুবক জুবায়ের সন্ত্রাসী দল চাকমাইয়া গ্রুপের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।