দুই ব্যবসায়ীকে জরিমানা করল ভোক্তা অধিকার
০২ মার্চ, ২০২২, 6:51 PM

NL24 News
০২ মার্চ, ২০২২, 6:51 PM

দুই ব্যবসায়ীকে জরিমানা করল ভোক্তা অধিকার
নিজস্ব প্রতিনিধি : বুধবার খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়ায় মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান পরিচালনার নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা। এসময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বেশকিছু মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়।
পরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, অপর প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে অভিযানে জব্দ করা কীটনাশকগুলো ধ্বংস করে দেওয়া হয়।
এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা।