ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

দুই কিশোরের শরীরে গরম পানি ঢেলে নির্যাতন কাউন্সিলর গ্রেপ্তার

#

২২ মে, ২০২৩,  11:17 PM

news image

মোঃ কামাল উদ্দিন, চকরিয়া ( কক্সবাজার) :

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মৌজার ৪নং হোল্ডার মৎস্য প্রজেক্ট এলাকায় চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে হাত-পা বেঁধে, শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সালাম (৪৮)কে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা-পুলিশ। গতকাল ২২ মে (সোমবার) তাঁকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। গত ২১মে (রোববার) সন্ধ্যায় ভুক্তভোগী এক কিশোরের দাদা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, পৌরশহরের করাইয়াঘোনা গ্রামের মৃত আক্তার আহমদের ছেলে মোহাম্মদ ছাদেক (৩৫) ও পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ইদমণি কদ্দাচোরা কোনাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন মাঝি (৪০)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। গত শনিবার সকাল ৬টার দিকে উপজেলার রামপুর মৌজার ৪ নম্বর হোল্ডার এলাকায় মৎস্য প্রজেক্টে দুই কিশোর নির্যাতনের এ ঘটনা ঘটে।  মামলার এজাহার ও দুই কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ভুক্তভোগী দুই কিশোর ইঞ্জিনচালিত বোট যোগে রিজার্ভ ভাড়া নিয়ে রামপুর মৌজার ৪ নম্বর হোল্ডার এলাকায় কাউন্সিলর আবদুস সালামের মৎস্য ঘেরে যায়। ঘেরের কর্মচারীদের নামিয়ে তারা দুজন বোটের মধ্যে ঘুমিয়ে পড়ে। এ সময় সকাল ছয়টার দিকে কাউন্সিলর আবদুস সালামের মৎস্য প্রজেক্টের লোকজন দুই কিশোরকে ধরে নিয়ে যায়। পরে টাকা চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে, কাউন্সিলর আবদুস সালাম ও তাঁর মৎস্য প্রজেক্টের লোকজন মিলে দুই কিশোরকে কিল, লাথি ও ঘুষি মারতে থাকে। পরে কাউন্সিলর প্রজেক্টের কর্মচারীদের চুলায় গরম পানি দিতে নির্দেশ দেন। পরে দুজনের শরীরে চুলা থেকে ফুটন্ত গরম পানি ছুড়ে মারে। এতে উভয় কিশোরের হাত, বাহু, পিঠে ও পাঁজরসহ শরীরের অর্ধেক অংশ ঝলসে যায়। এ সময় দুই কিশোরের চিৎকার-কান্না করলে আশপাশের প্রজেক্টের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে মামলার বাদী আবদুল কাদের বলেন, এমনভাবে নির্যাতন করা হয়েছে, চোখে দেখলে কান্না চলে আসে। আমার নাতির পুরো শরীরে গরম পানি ঢেলে দেওয়ার কারণে ঝলসে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুই কিশোরের শরীরে গরম পানি ঢেলে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার এক কিশোরের দাদার করা মামলায় অন্যতম আসামি কাউন্সিলর আবদুস ছালামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী