দীর্ঘ ১৭ বছর পর মিতা ফেরত এসেছে নিজ বাড়িতে
১৮ ফেব্রুয়ারি, ২০২২, 9:15 PM

NL24 News
১৮ ফেব্রুয়ারি, ২০২২, 9:15 PM

দীর্ঘ ১৭ বছর পর মিতা ফেরত এসেছে নিজ বাড়িতে
নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর তার নিজ বাড়িতে ফেরত এসেছেন ছয় বছরের ছোট্ট শিশু মিতা। মিতা মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের কাওড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের মেয়ে।
মিতা খাতুনের বয়স এখন ২৩ বছর।
জনপ্রিয় রেডিও উপস্থাপক আরজে কিবরিয়ার ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানে মিতার হারিয়ে যাওয়া নিয়ে একটি ভিডিও অনুষ্ঠান প্রচার করা হয়। সেই অনুষ্ঠান প্রচারিত হলে দীর্ঘ ১৭ বছর নিখোঁজ থাকার পর নিজের বাড়ি ও আত্মীয়স্বজন ফিরে পান মিতা।
গত ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জনপ্রিয় রেডিও উপস্থাপক আরজে কিবরিয়ার ‘আপন ঠিকানা’অনুষ্ঠানে মিতা ও তার হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের একত্রিত করা হয়। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে নিশ্চিত হয়ে মিতাকে তার পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর মিতা মামার বাড়ি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামে তার মায়ের সঙ্গে বসবাস শুরু করে। ৬ বছর বয়সে মিতা তার মামার চাচাতো ভাইয়ের সঙ্গে ঢাকায় যায়। দুর্ভাগ্যক্রমে সেই দিনই ঢাকার মহাখালী এলাকা থেকে হারিয়ে যায় সে।
মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় মিতা একা দাঁড়িয়ে কাঁদতে থাকে। সেখানে সন্ধ্যার পর শাহানারা বেগম নামে এক মহিলা তাকে তার বাসায় নিয়ে যান। সেখানে মিতা বড় হতে থাকে। এরপর মিতাকে বিয়ে দেন তারা। মিতার তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে ।
মিতা জানান, এতগুলো বছর পর হারিয়ে যাওয়া মা ও পরিবারকে ফিরে পেয়েছি। এ আনন্দ এবং উপলব্ধির বিষয়টি মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। বাকি দিনগুলো মায়ের সঙ্গে থাকতে চাই। আত্মীয়স্বজনকে ফিরে পেয়ে জনপ্রিয় রেডিও উপস্থাপক আরজে কিবরিয়ার ‘আপন ঠিকানা’অনুষ্ঠানকে ধন্যবাদ জানান তিনি।
বৃহস্পতিবার সরেজমিন মিতার বাড়িতে গিয়ে দেখা যায়, ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই মিতাকে একনজর দেখার জন্য গ্রামের মানুষ তার বাড়িতে ভিড় করেছেন। এলাকাবাসী তাকে ফিরে পেয়ে আনন্দিত। এ সময় মিতার স্বামী মো. বারিকও সঙ্গে আসেন।
মিতার মামা মজনু মোল্যা জানান, আমার বিশ্বাস ছিল একদিন না একদিন আমি আমার ভাগ্নিকে ফিরে পাব। অবশেষে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভাগ্নিকে ফিরে পেয়েছি।