দিশা ট্রাস্টের মাসিক শিক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব সংবাদদাতা
১২ জুন, ২০২২, 11:09 AM

নিজস্ব সংবাদদাতা
১২ জুন, ২০২২, 11:09 AM

দিশা ট্রাস্টের মাসিক শিক্ষা সামগ্রী বিতরণ
পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ মানবিক ও শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান দিশা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দিশা ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. সরওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের উপদেষ্টা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. নজরুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক সাইফুল করিম চৌধুরী নাফিজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের যুগ্ন সাধারণ সম্পাদক মোসলীম উদ্দীন চৌধুরী রাসেল, সিনিয়র সদস্য মিজান চৌধুরী, অর্থ সম্পাদক জাবেদুল ইসলাম সবুজ, প্রচার সম্পাদক নোমান চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদুল ইসলাম তাসপি এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলাম হৃদয়।