ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: পটিয়ায় বিএনপির ৬ নেতাকে শোকজ

#

নিজস্ব সংবাদদাতা

২১ জুন, ২০২৫,  6:47 PM

news image

মোরশেদ আলম, পটিয়া:- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়াকে সান্ডা, ব্যাঙ লিখে ফ্যাস্টুন ছাপানোসহ কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারনে চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপির ৬ নেতাকে শোকজ করা হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোকজ করা হয়।

শোকজ প্রাপ্তরা হলেন, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মঈনুল আলম ছোটন। এরা সবাই দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনামের অনুসারী। এই ৬জন ছাড়াও একই অভিযোগে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম  দক্ষিণ জেলার সদস্য সচিব নাছির উদ্দীনকে।

জানা গেছে, বেশ কিছু দিন ধরে পটিয়ায় বিএনপির দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নেয়। এর মধ্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া এক গ্রুপ এবং একই কমিটির সদস্য এনামুল হক এনাম অপর গ্রুপ। চলতি মাসের ১০,১১ ও ১২  জুন এনামুল হক এনামের অনুসারীরা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এসময় ইদ্রিস মিয়াকে ব্যাঙ, সান্ডাকে আখ্যায়িত করে ফেন্টুন ছাপানো হয় এবং কুরুচিপূর্ণ বক্তব্য শ্লোগান দেন। যা সংগঠন বিরোধী ঔদ্ধত্য আচরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় প্রাথমিকভাবে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমসহ ৬জনকে শোকজ করা হয়েছে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জেলা বিএনপির সিনিয়র নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, শ্লোগান, ফেস্টুন ও ঔদ্ধত্য আচরণ করার কারনে ৬জনকে গত ১৮ জুন শোকজ করা হয়েছে।  ৫ দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।  জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে খোরশেদ আলম বলেন, জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া নিজ দলের নেতাকর্মীদের ব্যারাজ্জা, কুত্তা ডেকেছে। তিনি এসব ডাকার কারনে দলীয় লোকজন ক্ষুব্দ হয়ে প্রতিবাদ সভা ডেকে তাকে (ইদ্রিস মিয়া) সান্ডা, ব্যাঙ ডেকেছেন। নিজের অপরাধ ডাকতে আমাদেরকে শোকজের কথা বলা হচ্ছে। আমরা ফেউসবুকে দেখেছি। ইদ্রিস মিয়ার বিরুদ্ধে আমরা কেন্দ্রে অভিযোগ করবো। আমরা যারা আন্দোলন ও মামলা-হামলার শিকার হয়েছি  তাদেরকে শোকজ করে নাজেহাল করা হচ্ছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী