ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

তাহেরির নেতৃত্বে সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলা।। আহত অনেকেই

#

নিজস্ব সংবাদদাতা

০৩ ফেব্রুয়ারি, ২০২৩,  8:24 PM

news image

নিউজ ডেস্কঃ- বির্তকিত মাওলানা গিয়াস উদ্দিন তাহেরির নেতৃত্বে সুন্নী আন্দোলনের ওলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের উপর পূর্বপরিকল্পিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এসময় অনেক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে বিশ্ব  সুন্নী আন্দোলন হবিগঞ্জ শাখার নেতা মোহাম্মদ হাসানের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলেরর একটি লাইভ ভিডিওতে দেখা যায় হামলাকারীরা দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী কায়দায় হামলা করে সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দের উপর। ঘটনার খবর পুলিশ সুপারের কার্যালয়ে পৌছালে পুলিশ সদস্যরা এসে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় একজনকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গত ২৫ (জানুয়ারি) আহলে সুন্নাত ওয়াল জামাত, চুনারুঘাট শাখা কর্তৃক শানখলায় আহলে বায়েত রাদিআল্লাহু আনহুম এর শাণে একটি মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে মাহফিলের বিরোধীতা করে খারেজী ভাবধারার একটি পক্ষ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগপত্রে ইসলামী গবেষণায় বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত ইমামে আহলে সুন্নাত হজরত সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামি শাহ এর বিরুদ্ধে মিথ্যাচারপূর্বক এবং মানহানিকর বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়। যার প্রেক্ষিতে আজ(৩ ফেব্রুয়ারী) শুক্রবার বিকেল ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ে উভয় পক্ষের নেতৃবৃন্দকে ডাকা হয়। 

সূত্রমতে, পুলিশ সুপার কার্যালয়ে উভয়পক্ষের ব্যক্তিদের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসীরা সুন্নী আন্দোলনের ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। 

বিশ্ব সুন্নী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা বলেন, হামলাকারীরা আগ থেকে পরিকল্পিতভাবে প্রশাসনের উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ আলোচনা সভাকে বানচাল করার অপচেষ্টা চালিয়েছে। কোরআন শরিফ হাদিস শরীফের দলিল মোতাবেক আলোচনায় পরাজিত হয়ে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে। তারা ইতোমধ্যে ফেইসবুকে বিভিন্ন উষ্কানিতমূলক পোস্ট দিয়ে হামলা হুমকির কথা বলেছে। নেতৃবৃন্দ আরো বলেন, আমাদের নেতাকর্মীদের উপর এজিদ মুয়াবিয়াবাদী খারেজীদের হামলার তীব্র নিন্দা জানাই এবং এর প্রধান উষ্কানিদাতা গিয়াসউদ্দিন তাহেরীসহ ও তার গ্যাংদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হবিগঞ্জ পুলিশ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী