তর্কাতর্কির জের ধরে ছুরিকাঘাতে নিহত
১৪ মার্চ, ২০২২, 4:43 PM

NL24 News
১৪ মার্চ, ২০২২, 4:43 PM

তর্কাতর্কির জের ধরে ছুরিকাঘাতে নিহত
নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে রবিবার দিবাগত গভীর রাতে মাজার বাসস্ট্যান্ড এলাকায় তর্কাতর্কির জের ধরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন সজিব হোসেন (২০) নামের এক যুবক।
নিহত সজীব উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামে বুড়াপীরের (রা.) মাজারে ওরস চলছিল। ওরস চলাকালীন সজীব হোসেনের সাথে একদল কিশোরের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কিও হয়। পরে সজিবকে মাজার থেকে বের করে এনে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে অজ্ঞাত ওই কিশোরেরা। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।