নিজস্ব সংবাদদাতা
১১ মে, ২০২৪, 7:18 PM
ডোনাল্ড লু আসার খবরে বিএনপি চাঙা হয়েছে: ওবায়দুল কাদের
ডোনাল্ড লু বাংলাদেশের আসার খবরে বিএনপি নতুন করে চাঙা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। তাদের সাথে কোনো রাষ্ট্রই এখন নেই।
শনিবার মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ, বিদেশি শক্তি নয়। ভারতের সাথে শত্রুতা করে বিএনপি দেশের ক্ষতি করেছে অভিযোগ করে তিনি বলেন, সরকার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।
শান্তি সমাবেশে আওয়ামী লীগের নেতারা, নির্বাচনে ব্যর্থ বিএনপি নতুন করে ষড়যন্ত্রের পথে হাঁটছে, যা দেশের জনগণ মেনে নেবে না।