নিজস্ব সংবাদদাতা
২৪ জানুয়ারি, ২০২২, 12:46 AM
ডেমরায় মুক্তিযোদ্ধার জমি দখলের প্রতিবাদে হেফাজত নেতার বিরুদ্ধে মানববন্ধন
ডেমরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে রোববার বেলা ১১টায় সাইবোর্ড মাহমুদনগর এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন করা হয়। এ সময় এলাকাবাসী ওই মাদ্রাসার মালিক ভূমিদস্যু মুফতি মাওলানা আযহারুল ও তার ভাই মাওলানা মাজহারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
মানববন্ধনে এলাকাবাসী জানান, ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ নামে ওই মাদ্রাসার কর্নধার আযহারুল ইসলাম ও তার ভাই চিহ্নিত মাজহারুল ইসলাম। নাশকতার মামলায় বর্তমানে মাওলানা আযহারুল কারাগারে রয়েছেন। তার ছোট ভাই মাওলানা মাজহারুলের বিরুদ্ধেও জমি সংক্রান্ত ও সরকারবিরোধী নাশকতার একাধিক মামলা রয়েছে। একইভাবে তারা ডেমরার সাইনবোর্ড মাহমুদনগরে কুমিল্লা জেলার (উত্তর) মুক্তিযোদ্ধা কমান্ডার এ আর মামুন সরকারের ক্রয়কৃত ৯ শতাংশ সম্পত্তি দখলে নিয়েছে।
ইতিমধ্যে তারা ডগাইর মৌজার এস এ দাগ নং ১৫৮৭, আর এস দাগ নং ২৭০৯ ও সিটি জরিপের ১২৫৩৬ নং দাগের ও জমিতেই দোতলা ভবন নির্মাণ করেছেন। অথচ ওই জমিটি ১০ বছর আগে মুক্তিযোদ্ধা এ আর মামুন সরকারের কাছ থেকে ভাড়ায় নিয়েছিলেন। পরবর্তীতে আযহারুল ও মাজহারুল এই মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখিয়ে জমি দখল করে স্থাপনা তৈরি করেছেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে মো. খবির উদ্দিন সরকার বলেন, আমরা জমিটি উদ্ধারের লক্ষ্যে থানায় অভিযোগসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাইনি।
এ বিষয়ে অভিযুক্ত ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ মাদ্রাসার মালিকের ছোট ভাই মাজহারুল ইসলাম মোবাইল ফোনে বলেন, জমিটি আমাদের মাদ্রাসার নামে একজন মুফতি দানপত্র করেছেন। তাই আমরা ওই জমিটি দখলে রেখেছি।