ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ডেমরায় মুক্তিযোদ্ধার জমি দখলের প্রতিবাদে হেফাজত নেতার বিরুদ্ধে মানববন্ধন

#

নিজস্ব সংবাদদাতা

২৪ জানুয়ারি, ২০২২,  12:46 AM

news image

ডেমরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে রোববার বেলা ১১টায় সাইবোর্ড মাহমুদনগর এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন করা হয়। এ সময় এলাকাবাসী ওই মাদ্রাসার মালিক ভূমিদস্যু মুফতি মাওলানা আযহারুল ও তার ভাই মাওলানা মাজহারুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

মানববন্ধনে এলাকাবাসী জানান, ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ নামে ওই মাদ্রাসার কর্নধার আযহারুল ইসলাম ও তার ভাই চিহ্নিত মাজহারুল ইসলাম। নাশকতার মামলায় বর্তমানে মাওলানা আযহারুল কারাগারে রয়েছেন। তার ছোট ভাই মাওলানা মাজহারুলের বিরুদ্ধেও জমি সংক্রান্ত ও সরকারবিরোধী নাশকতার একাধিক মামলা রয়েছে। একইভাবে তারা ডেমরার সাইনবোর্ড মাহমুদনগরে কুমিল্লা জেলার (উত্তর) মুক্তিযোদ্ধা কমান্ডার এ আর মামুন সরকারের ক্রয়কৃত ৯ শতাংশ সম্পত্তি দখলে নিয়েছে।

ইতিমধ্যে তারা ডগাইর মৌজার এস এ দাগ নং ১৫৮৭, আর এস দাগ নং ২৭০৯ ও সিটি জরিপের ১২৫৩৬ নং দাগের ও জমিতেই দোতলা ভবন নির্মাণ করেছেন। অথচ ওই জমিটি ১০ বছর আগে মুক্তিযোদ্ধা এ আর মামুন সরকারের কাছ থেকে ভাড়ায় নিয়েছিলেন। পরবর্তীতে আযহারুল ও মাজহারুল এই মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখিয়ে জমি দখল করে স্থাপনা তৈরি করেছেন।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে মো. খবির উদ্দিন সরকার বলেন, আমরা জমিটি উদ্ধারের লক্ষ্যে থানায় অভিযোগসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাইনি।

এ বিষয়ে অভিযুক্ত ‘মার্কাজুল হুদা আল ইসলামি বাংলাদেশ’ মাদ্রাসার মালিকের ছোট ভাই মাজহারুল ইসলাম মোবাইল ফোনে বলেন, জমিটি আমাদের মাদ্রাসার নামে একজন মুফতি দানপত্র করেছেন। তাই আমরা ওই জমিটি দখলে রেখেছি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী