ঢাকা ১৪ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় যুবককে পিটিয়ে টাকা ছিনতাই, চরম আতঙ্কে স্থানীয়রা আরও দুই মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে বালু ব্যবসা নিয়ে যুবদল-বিএনপি সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৩০ মাগুরার শিশুটির শারীরিক অবস্থার অবনতি পটিয়ায় ফ্যানের সঙ্গে ঝুলে যুবকের আত্মহত্যা জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা যুক্তরাজ্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে অ্যাপল পটিয়ায় নারীর প্রতি সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন ভলকার তুর্কের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল সেনাবাহিনী

ডিজে পার্টিতে বাধা দেওয়ায় চাচাকে হত্যার হুমকি

#

নিজস্ব সংবাদদাতা

৩১ মার্চ, ২০২৪,  12:18 AM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া উপজেলা জিরি গ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম নিজ ঘরে  ইয়াবা সেবন, ডিজে পার্টিতে বাধা দেওয়ায় চাচাকে হত্যার চেষ্টা করল আপন ভাইয়ের ছেলে।

অভিযোগ সূএে বাদীর কথিত মতে জানা য়ায় জিরি গ্রামের মৃত আহমদ হোসেনের ছেলে মো :রনি (২২) কিশোর গ্যাংয়ের লিডার নিজ বাড়িতে বিভিন্ন এলাকার কিশোর  গ্যাংয়ের সদস্যদের নিয়ে  রাতে মাদকের আসর ও ডিজে পার্টি করে প্রায় সময়। এক ঘরে বসবাসকারী তার আপন চাচা আবদুল মাবুদ (৫০) ডিজে পার্টিতে ইয়াবা সেবনে বাধা প্রদান করায় তার টার্কেটে পরে য়ায়, এর ধারাবাহিকতায় আজ (৩০ মার্চ)  দুপুর আনুমানিক ২.৩০ মিনিটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  আবদুল মাবুদকে বেদরক মারধর করে দা দিয়ে হত্যার চেষ্টা করলে ঐ সময় তার ছেলে  তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার ছেলেকে ও মেরে রক্তাক্ত করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেন আহত আবদুল মাবুদ তার ছেলে।

কিশোর গ্যাং লিডার রনি সম্পর্কে অন্য চাচা সৈয়দ মাহমুদর রহমান মামুন বলেন, আমরা গ্রামের বাড়িতে থাকি না, শহরে থাকি। গত দুই মাস আগে বাড়িতে আসলে রাতে দেখি আমার ঘরের সামনে মাদক সেবন করে ডিজে পার্টি, তৎক্ষণাৎ আমি বাধা দিলে তাতে আমার সাথেও অশালিন আচরন করে রনিসহ অন্যান্য সদস্যরা। তখন মান সম্মানের কথা বিবেচনা করে আর কিছুই করি নাই। 

 পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীমউদ্দিন জানান, এ বিষয়ে পটিয়া থানায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসব গ্যাং মাদক সেবনকারীর বিরুদ্ধে পটিয়া থানা জিরো টলারেন্স।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী