ডায়ালাইসিসের খরচ জোগানো ছেলেটি কারাগারে, অসহায় মা
১৩ জানুয়ারি, ২০২৩, 5:05 PM

NL24 News
১৩ জানুয়ারি, ২০২৩, 5:05 PM

ডায়ালাইসিসের খরচ জোগানো ছেলেটি কারাগারে, অসহায় মা
ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে ছেলেকে কারাগারে যেতে হলো। ছেলের মুক্তি না হলে আমাকেও কারাগারে নিয়ে যান। ছেলে ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই।'কথাগুলো বললেন ৫৫ বছর বয়সী বিধবা নাসরিন আক্তার। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করাতে হয় কিডনি রোগী নাসরিন আক্তারকে। তিনি সাত বছর ধরে এভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। সম্বলহীন এই নারীর একমাত্র অবলম্বন ছিল মাদ্রাসাপড়ুয়া ২২ বছর বয়সী একমাত্র ছেলে। তাঁর নাম মোহাম্মদ মুস্তাকিম। তাঁর টিউশনির টাকাতেই চলত নাসরিন আক্তারের ডায়ালাইসিসের খরচ। কিন্তু গত মঙ্গলবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে তিনি। ডায়ালাইসিস ফি বৃদ্ধি ও সরকারিভাবে ভর্তুকি ফি কমিয়ে দেওয়ার প্রতিবাদে কিডনি রোগীর স্বজনদের বিক্ষোভ সমাবেশ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সরকারি কাজে বাধা দান ও পুলিশের ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে পুলিশ। একমাত্র ছেলে কারাগারে থাকায় এখন দিশাহারা হয়ে পড়েছেন নাসরিন আক্তার।
নাসরিনের গ্রামের বাড়ি ফটিকছড়ির উপজেলার ধর্মপুরে। প্রবাসী স্বামী খালেদ আজম ২০১৪ সালে মারা যান। এরপর সন্তানদের নিয়ে হাটহাজারীর লালিয়ারহাট এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন। ১০ বছর বয়সী প্রতিবন্ধী এক মেয়ে ও তাঁকে দেখাশোনা করেন মুস্তাকিম।