ডাকাতির পর গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
০৩ মার্চ, ২০২২, 7:10 PM

NL24 News
০৩ মার্চ, ২০২২, 7:10 PM

ডাকাতির পর গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কচুয়া উপজেলার বাগমারা খেয়াঘাট থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামি রিয়াজ শিকদারেক (৪০) গ্রেফতার করে।
বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষকের বাড়িতে ডাকাতির পর গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি রিয়াজ শিকদার কে র ্যাব ৬ এর একটি দল গ্রেফতার করেছে। ।
রিয়াজ বর্শিবাওয়া গ্রামের মৃত মজিদ শিকদারের ছেলে। গত মঙ্গলবার রাতে উত্তর জিলবুনিয়া গ্রামে একটি বাড়িতে ডাকাতি ও গণধর্ষণ মামলার প্রধান আসামি সে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ডাকাতি ও গণধর্ষণ মামলার প্রধান আসামি রিয়াজ শিকদার গ্রেফতার হয়েছে।
রিয়াজের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় হত্যা, চাঁদাবাজি, অপহরণ, মারপিট, সিঁদেল চুরিসহ নানা অপরাধে ৯টি মামলা রয়েছে বলেও থানার ওসি জানান।