ঠাকুরগাঁওয়ে প্রতারণার মামলায় আটক
২৫ এপ্রিল, ২০২২, 6:54 PM

NL24 News
২৫ এপ্রিল, ২০২২, 6:54 PM

ঠাকুরগাঁওয়ে প্রতারণার মামলায় আটক
নিজস্ব প্রতিনিধি : রবিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেহন বেংরোল এলাকা থেকে প্রতারণা মামলায় আব্দুল মান্নান (৫৭) নামে একজনকে আটক করেছে সিআইডি।
আটককৃত আব্দুল মান্নান ঝিনাইদহের সদর উপজেলার আজগর আলীর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা সাজু মিয়া বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন বেংরোল এলাকার কয়েকজনকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেন আব্দুল মান্নান। পরে তিনি তাদের চাকরী দেননি টাকাও ফেরত দেননি। পরে ভুক্তভোগী তাজউদ্দীন লিটন (৪৯) বাদী হয়ে আব্দুল মান্নানকে প্রধান আসামী করে চারজনের নামে প্রতারণা মামলা করেন। সে মামলায় তাকে আটক করা হয়েছে।
জানা যায়, আব্দুল মান্নান প্রতারক চক্রের সদস্য। তিনি চাকরির কথা বলে বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোয়ার সাহারা এলাকায় বিলাসবহুল একঅটি ফ্ল্যাটে বসবাস করেন। প্রতারণা মামলায় তাকে আটক করে তদন্তের স্বার্থে সিআইডির হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।