ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
০২ মার্চ, ২০২২, 4:52 PM

NL24 News
০২ মার্চ, ২০২২, 4:52 PM

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
নিজস্ব প্রতিনিধি : বগুড়ায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের সাবগ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে রেজাউল করিম (৬০) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।
নিহত রেজাউল করিম বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়নের সদস্য ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের পেছনে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সান্তাহার ছেড়ে আসা বোনারপাড়াগামী আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিলেন। তখন রেজাউল করিম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নারুলী পুলিশ ফাঁড়ির এএসআই আউয়াল জানান, রেলওয়ে সান্তাহার থানার সদস্যরা নিহত রেজাউল করিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
তিনি বলেন, ওই ব্যক্তি কীভাবে ট্রেনে কাটা পড়লেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। এ ছাড়া তিনি আত্মহত্যা করেছেন বা তাকে কেউ হত্যা করেছে কিনা সে ব্যাপারেও তথ্য মেলেনি।
তবে ধারণা করা হচ্ছে, তিনি অসতর্কভাবে রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনে কেটে মারা গেছেন। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।