ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
২২ মার্চ, ২০২২, 12:11 PM

NL24 News
২২ মার্চ, ২০২২, 12:11 PM

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গড়াই নদীর রেলসেতুর নিচ থেকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।
পরে ওই অজ্ঞাত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি) মনজের আলী জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি গড়াই নদীর রেলসেতুতে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে সেতুর নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়। তবে তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এনিয়ে জেলায় গত ৫ দিনে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হলো।