ট্রাফিক সেবায় নিরাপদে গাড়ি চালান জরিমানা এড়িয়ে চলুন
০৯ মার্চ, ২০২৩, 9:36 PM

NL24 News
০৯ মার্চ, ২০২৩, 9:36 PM

ট্রাফিক সেবায় নিরাপদে গাড়ি চালান জরিমানা এড়িয়ে চলুন
কক্সবাজার অফিস
নিরাপদ ড্রাইভ করুন, জরিমানা এড়িয়ে চলুন এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজার শহরের কলতলী ডলফিন মোড়ে ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের উদ্যোগে নিরাপদ ড্রাইভ নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সড়ক কর্মসূচি উদ্বোধন করেছেন পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম ।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়ে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন আরোহীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির সূচনা করেন পুলিশ সুপার ।
পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, আমরা পরিবেশ বান্ধব সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে চাই , যাতে করে ট্যুরিষ্ট ও স্থানীয় জনগণ এর সুফল ভোগ করতে পারেন।
আমাদের লক্ষ্য হলো, মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক এবং ট্রাফিক আইন সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করা। কক্সবাজারে আগত ট্যুরিষ্টরা যেন গাড়ি ভাড়া নিয়ে বিড়ম্বনার শিকার না হোন সে বিষয়টি নিয়েও আমরা কাজ করবো। ট্যুরিষ্টরা গন্তব্যে পৌঁছে ন্যায্য ভাড়া দিবেন, টমটম বা সিএনজি চালক বেশি পরিমাণ ভাড়া দাবি করতে পারবেন না। তার জন্যে আমাদের সবকিছু একটি শৃঙ্খলায় নিয়ে আসতে হবে।
সেই লক্ষ্যে নিরাপদ সড়ক কর্মসূচির কার্যক্রম অব্যাহত থাকবে। ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পেলে দূর্ঘটনা হ্রাস পাওয়ার পাশাপাশি মানুষের জানমালসহ সবকিছুর নিরাপত্তা নিশ্চিত হবে।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপারেশন) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) অলক কুমার বিশ্বাস, কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম, টিআই ( প্রশাসন) মোঃ আমজদ হোসাইন, ট্রাফিক পুলিশের টিআই তুহিন আহমেদ সহ কক্সবাজারে কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।