ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ এপ্রিল, ২০২২, 11:13 AM

NL24 News
২২ এপ্রিল, ২০২২, 11:13 AM

ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলা ভূমি অফিস সংলগ্নে হোমনা প্রেস ক্লাবের সামনে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক শান্ত ঘোষ মারা গেছেন।
নিহত শান্ত ঘোষ উপজেলা সদরের পোদ্দার পাড়ার মৃত নিত্যন ঘোষের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে শান্ত ঘোষ পূর্বদিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এমন সময় প্রেস ক্লাবের সামনে আসলে পশ্চিম দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক শান্ত ঘোষ রাস্তার পাশের মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকায় যাওয়ার পথে রাত ১২ টায় তিনি মারা যান।
এ বিষয়ে হোমনা থানায় উপপরিদর্শক ইকবাল মনির জানিয়েছেন, দুর্ঘটনার পরপর চালক ট্রাক্টরটি নিয়ে পালিয়েছেন। তাকে ধরা সম্ভব হয়নি। তবে আমরা অভিযান অব্যাহত রেখেছি। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।