ট্রাক্টরের চাপায় শ্রমিক নিহত
০৮ মার্চ, ২০২২, 11:54 AM

NL24 News
০৮ মার্চ, ২০২২, 11:54 AM

ট্রাক্টরের চাপায় শ্রমিক নিহত
নিজস্ব প্রতিনিধি : আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মেহেরপুরের গাংনী থানাপাড়া-ধানখোলা সড়কের পাশে ইটভাটায় এলাকায় একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কদর আলী (৪৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত কদর আলী গাংনী থানাপাড়ার মৃত লাল্টু হোসেনের ছেলে ও ইটভাটার একজন শ্রমিক।
স্থানীয়রা জানান, সকালের দিকে একজন চালক ইটভাটায় মাটিবাহী ট্রাক্টর দিয়ে মাটি ফেলছিলেন। কদর আলী ট্রাক্টরের পিছন থেকে বালি ছিটাচ্ছিলেন। এসময় ট্রাক্টরটি পিছনের দিকে নিলে, অসাবধানবশত কদর আলী ট্রাক্টরের চাকার নিচে পড়ে মারা যায়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর শুনে পুলিশের একটি দল লাশ উদ্ধার করেছে। লাশ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।