টেকনাফ একজন মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার
১৪ মার্চ, ২০২৩, 11:39 PM

NL24 News
১৪ মার্চ, ২০২৩, 11:39 PM

টেকনাফ একজন মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার
নুর মোহাম্মদ রামু ( কক্সবাজার)
টেকনাফে মাদক মামলায় দীর্ঘ ৮ বছর পলাতক থাকা একজন আসামী সাবরাং এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া সাবরাং এলাকায় rab ১৫ টেকনাফ ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ ৮ বছর পলাতক থাকা মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইসমাইল (৪৫) গ্রেফতার করে।
সে টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকার কবির অাহমদের পুত্র। সোমবার ১৩ মার্চ এ অভিযান পরিচালনা করে। ১৪ মার্চ rab ১৫ সংবাদ সুত্রে এতথ্য জানাগেছে।
তাঁর বিরুদ্ধে কক্সবাজার জেলার টেকনাফ থানার মামলা নং-৪৭(১১)১৪, জিআর নং-৬৭৮/১৪, প্রসেস নং-৪৮২৩/১৯, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।