টেকনাফে ১৯ মায়ানমার নাগরিক উদ্ধার আটক পাঁচ দালাল
২৮ মে, ২০২৩, 1:05 AM

NL24 News
২৮ মে, ২০২৩, 1:05 AM

টেকনাফে ১৯ মায়ানমার নাগরিক উদ্ধার আটক পাঁচ দালাল
কক্সবাজার অফিস:
কক্সবাজারের টেকনাফ নাইট্যংপাড়া এলাকা থেকে ১৯ জন মায়ানমারের নাগরিকসহ মানবপাচারে জড়িত পাঁচ দালালকে আটক করেছে পুলিশ। আটক মায়ানমারের নাগরিকদের নাম পরিচয় পাওয়া না গেলে ও দালালদের পরিচয় পাওয়া গেছে।তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে টেকনাফ থানায়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, শুক্রবার (২৬মে) দিবাগত রাত ১১ টার পর গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড নাইট্যংপাড়ার আমিন শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করে ১৯ জন মায়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। আটকদের মধ্যে - ৬ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশু রয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচ জন মানবপাচারকারী বাংলাদেশী দালালকেও আটক করা হয়েছে। আটক পাঁচ দালালরা হচ্ছে টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড়ের নাইট্রং পাড়ার মোঃ সেলিমের ছেলে জাহিদ হোসেন( ৩৫), মোঃ হাসেমের ছেলে জামাল হোসেন (৩১) আমিন শরীফের স্ত্রী হাজেরা বেগম (৪২)ও টেকনাফ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বরইতলী গ্রামের আলী জোহার ছেলে মোঃ ইউনুচ( ২৪) ও মোঃ শাহ এর ছেলে দ্বীন ইসলাম( ৩২)।
উদ্ধার মায়ানমারের নাগরিকদের বিস্তারিত জানতে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে হস্থান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি আব্দুল হালিম।