NL24 News
১৪ জানুয়ারি, ২০২২, 7:17 PM
টেকনাফে ১৩ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ
এনএল২৪ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকা থেকে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ভয়ানক এই মাদকগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা।
শুক্রবার (১৪ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযান চলাকালে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকার সাগর পাড় থেকে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগটি ঝাউ বনে ফেলে দৌড়ে পালিয়ে যায় লোকটি। পরে ব্যাগটি তল্লাশি করে কোস্ট গার্ড সদস্যরা ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।