টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
০৯ মার্চ, ২০২২, 1:28 PM

NL24 News
০৯ মার্চ, ২০২২, 1:28 PM

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার রাতে কক্সবাজার টেকনাফে বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত মো. ছালাম (২৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ।
তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৌলভী পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
তিনি জানান, মঙ্গলবার রাতে টেকনাফ মডেল থানার এএসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে জিআর নং- ৩২৬/১২ এর ৫ বছরের সশ্রম কারাদণ্ডসহ ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামি মো. ছালামকে (২৬) গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হবে।