ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক

#

০১ মে, ২০২২,  4:01 PM

news image

নিজস্ব প্রতিনিধি : অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। 

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে উত্তর লম্বরী, দরগারছড়া টেকনাফ সী-বিচ (বিওপি লেখা সাইনবোর্ড সংলগ্ন) এলাকায় কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-১ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কতিপয় ব্যক্তি পলায়নের চেষ্টাকালে মোঃ ইব্রাহীম (২২), পিতা-ফরিদ আহম্মদ, সাং-উত্তর লম্বরী, ওয়ার্ড নং- ২, ইউপি- টেকনাফ সদর,আব্দুল খালেক (১৯), পিতা- বশির আহম্মদ, সাং- আলীর ডেইল, ওয়ার্ড নং- ২, ইউপি- সাবরাং ও মোঃ সাহাব উদ্দিন (২২), পিতা-মোঃ সালেক, মাতা- আয়েশা খাতুন, সাং-খোনারপাড়া, ওয়ার্ড নং-৮, ইউপি-সেন্টমার্টিন, সর্বথানা-টেকনাফ, জেলা-কক্সবাজারদের আটক করতে সক্ষম হয়।

তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ১টি রামদা ও ১টি লোহার চেইন দিয়ে বানানো বিশেষ অস্ত্র উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী এবং নিজের দখলে দা, ছুরি, চাকু (অস্ত্র) রেখে বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে। উদ্ধাকৃত অস্ত্র সম্পর্কে গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গভীর রাতে ছিনতাইয়ের উদ্দেশ্যে অস্ত্রসমূহ তাদের হেফাজতে রেখেছিল।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী