ঢাকা ১০ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে ৭০ পাউন্ডে বিক্রি হচ্ছে ডেলিভারি অ্যাকাউন্ট, ঝুঁকিতে নিরাপত্তা সিরিয়ান আশ্রয়প্রার্থীদের আবেদন স্থগিত করলো যুক্তরাজ্য কুয়েতের ব্যাংক থেকে ঋণ নিয়ে উধাও দেড় হাজার ভারতীয় মংডুর দখল নিলো আরকান আর্মি, নাফ নদীতে সতর্কতা জারি গোলানের পর এবার হারমন নিয়ন্ত্রণে নিল ইসরায়েল সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আসাদের পতনের পর সিরিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা আবারও রিমান্ডে পলক লন্ডনে শেখ হাসিনার সমাবেশে প্রকাশ্যে সাবেক মন্ত্রী-সাংসদরা উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

টেকনাফে ফিশিং বোটসহ ৯ দিন ধরে ৬ মাঝিমাল্লা নিখোঁজ

#

১২ নভেম্বর, ২০২৩,  3:25 PM

news image
নিখোঁজ মাঝিমাল্লা

কক্সবাজার অফিস :

কক্সবাজার টেকনাফে ৯দিন ধরে নিখোঁজ রয়েছে মাঝিসহ ৬ জেলে। গত ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর দক্ষিণ ঘাট দিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য বের হয়। এরপর থেকে ৯দিন ধরে আর হদিস পাওয়া যাচ্ছে না মাছধরার নৌকাসহ মাঝিমাল্লাদের।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে এ সংক্রান্ত বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মাছ ধরার ফিশিং বোটের অংশীদার হেলাল উদ্দিন।

নিখোঁজ জেলেরা হচ্ছেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পুরান পাড়া এলাকার নাছির আহমদের ছেলে হাবিব উল্লাহ (৪৪), আব্দু সালামের ছেলে ছলিম উল্লাহ (৩৯), শীলখলী এলাকার ছৈয়দ উল্লাহ”র ছেলে মুহাম্মুদুর রহমান (৩২), দক্ষিণ শীলখালী এলাকার অলী আহমদের ছেলে ছৈয়দ আলম (৪২), চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার মীর আহমদের ছেলে আলী হোছন (২৯), চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার আমিলাইষ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ সোহেল (৩২)।

ফিশিং বোটের অংশীদার হেলাল উদ্দিন জানান, ফিশিং বোটটির অপর অংশীদার ও মাঝি হাবিব উল্লাহসহ মোট ৬ জন জেলে গত শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় সাগরে মাছ ধরার জন্য রওয়ানা দেয়। তারপর দিন থেকে মোবাইল সংযোগ পাওয়া যাচ্ছিলো তাদের সাথে। ধারণা করা হচ্ছে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে গভীর সাগরে ভাসছে তারা। মোবাইল নেটওয়ার্ক এর বাইরে চলে যাওয়ায় হয়তো তাদের হদিস পাওয়া যাচ্ছে না। ” তাই এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি থানায় লিপিবদ্ধ করেছি।
তিনি আরো জানান, মাছ ধরার ফিশিং বোটে ১৪-১৫ দিন খাওয়ার মত প্রয়োজনীয়  রসদপত্র  রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সৈয়দ জানান, ‌‌‌‌‌‌‌‌এ বিষয়ে থানায় একটি ডাইরী লিপিবদ্ধ হয়েছে।খোঁজ খবর নেওয়া হচ্ছে। অবহিত  হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।



logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল