ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

টেকনাফে ফিশিং বোটসহ ৯ দিন ধরে ৬ মাঝিমাল্লা নিখোঁজ

#

১২ নভেম্বর, ২০২৩,  3:25 PM

news image
নিখোঁজ মাঝিমাল্লা

কক্সবাজার অফিস :

কক্সবাজার টেকনাফে ৯দিন ধরে নিখোঁজ রয়েছে মাঝিসহ ৬ জেলে। গত ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর দক্ষিণ ঘাট দিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য বের হয়। এরপর থেকে ৯দিন ধরে আর হদিস পাওয়া যাচ্ছে না মাছধরার নৌকাসহ মাঝিমাল্লাদের।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে এ সংক্রান্ত বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মাছ ধরার ফিশিং বোটের অংশীদার হেলাল উদ্দিন।

নিখোঁজ জেলেরা হচ্ছেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পুরান পাড়া এলাকার নাছির আহমদের ছেলে হাবিব উল্লাহ (৪৪), আব্দু সালামের ছেলে ছলিম উল্লাহ (৩৯), শীলখলী এলাকার ছৈয়দ উল্লাহ”র ছেলে মুহাম্মুদুর রহমান (৩২), দক্ষিণ শীলখালী এলাকার অলী আহমদের ছেলে ছৈয়দ আলম (৪২), চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার মীর আহমদের ছেলে আলী হোছন (২৯), চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার আমিলাইষ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ সোহেল (৩২)।

ফিশিং বোটের অংশীদার হেলাল উদ্দিন জানান, ফিশিং বোটটির অপর অংশীদার ও মাঝি হাবিব উল্লাহসহ মোট ৬ জন জেলে গত শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় সাগরে মাছ ধরার জন্য রওয়ানা দেয়। তারপর দিন থেকে মোবাইল সংযোগ পাওয়া যাচ্ছিলো তাদের সাথে। ধারণা করা হচ্ছে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে গভীর সাগরে ভাসছে তারা। মোবাইল নেটওয়ার্ক এর বাইরে চলে যাওয়ায় হয়তো তাদের হদিস পাওয়া যাচ্ছে না। ” তাই এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি থানায় লিপিবদ্ধ করেছি।
তিনি আরো জানান, মাছ ধরার ফিশিং বোটে ১৪-১৫ দিন খাওয়ার মত প্রয়োজনীয়  রসদপত্র  রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সৈয়দ জানান, ‌‌‌‌‌‌‌‌এ বিষয়ে থানায় একটি ডাইরী লিপিবদ্ধ হয়েছে।খোঁজ খবর নেওয়া হচ্ছে। অবহিত  হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।



logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী