ঢাকা ০৭ ডিসেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
রামুতে মারধর ও ভয়ভীতি প্রদর্শনে টাকা ছিনতাই যুবক গ্রেফতার যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্বনাথের জাকারিয়া দুলাল বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্লে ফাইনডিং কালার প্রতিযোগিতায় আয়েশা আফরিনের ২য় অর্জন। ’’নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা’’ বিসিএ নির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ জালিয়াতি করে মনোনয়নপত্র কিনছে সরকার: রিজভী যুক্তরাষ্ট্র পরাশক্তি, উপেক্ষা করতে পারি না: ড. এ কে আব্দুল মোমেন "গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাউথ ওয়েলস রিজিওনাল আহবায়ক কমিটি গঠন পটিয়ায় সংবর্ধিত মোতাহেরুল ইসলাম চৌধুরী পটিয়ায় নৌকার মাঝি মোতাহেরুল ইসলাম চৌধুরী

টেকনাফে ফিশিং বোটসহ ৯ দিন ধরে ৬ মাঝিমাল্লা নিখোঁজ

#

১২ নভেম্বর, ২০২৩,  3:25 PM

news image
নিখোঁজ মাঝিমাল্লা

কক্সবাজার অফিস :

কক্সবাজার টেকনাফে ৯দিন ধরে নিখোঁজ রয়েছে মাঝিসহ ৬ জেলে। গত ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর দক্ষিণ ঘাট দিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য বের হয়। এরপর থেকে ৯দিন ধরে আর হদিস পাওয়া যাচ্ছে না মাছধরার নৌকাসহ মাঝিমাল্লাদের।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে এ সংক্রান্ত বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মাছ ধরার ফিশিং বোটের অংশীদার হেলাল উদ্দিন।

নিখোঁজ জেলেরা হচ্ছেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পুরান পাড়া এলাকার নাছির আহমদের ছেলে হাবিব উল্লাহ (৪৪), আব্দু সালামের ছেলে ছলিম উল্লাহ (৩৯), শীলখলী এলাকার ছৈয়দ উল্লাহ”র ছেলে মুহাম্মুদুর রহমান (৩২), দক্ষিণ শীলখালী এলাকার অলী আহমদের ছেলে ছৈয়দ আলম (৪২), চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার মীর আহমদের ছেলে আলী হোছন (২৯), চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার আমিলাইষ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ সোহেল (৩২)।

ফিশিং বোটের অংশীদার হেলাল উদ্দিন জানান, ফিশিং বোটটির অপর অংশীদার ও মাঝি হাবিব উল্লাহসহ মোট ৬ জন জেলে গত শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় সাগরে মাছ ধরার জন্য রওয়ানা দেয়। তারপর দিন থেকে মোবাইল সংযোগ পাওয়া যাচ্ছিলো তাদের সাথে। ধারণা করা হচ্ছে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে গভীর সাগরে ভাসছে তারা। মোবাইল নেটওয়ার্ক এর বাইরে চলে যাওয়ায় হয়তো তাদের হদিস পাওয়া যাচ্ছে না। ” তাই এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি থানায় লিপিবদ্ধ করেছি।
তিনি আরো জানান, মাছ ধরার ফিশিং বোটে ১৪-১৫ দিন খাওয়ার মত প্রয়োজনীয়  রসদপত্র  রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সৈয়দ জানান, ‌‌‌‌‌‌‌‌এ বিষয়ে থানায় একটি ডাইরী লিপিবদ্ধ হয়েছে।খোঁজ খবর নেওয়া হচ্ছে। অবহিত  হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।



logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল